বরিশালে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।
দরিদ্র অসহায় মানুষরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হূদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। তাই শত ব্যস্ততার মধ্যেও বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন
নিয়মিত গণশুনানীতে আসা মানুষের কথা শুনছে, সমাধানও দিচ্ছেন। শুধু তাই নয় সরকারি সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বরিশাল জেলা প্রশাসক সহায়তা করে যাচ্ছেন অসহায় দারিদ্র মানুষের। তারই ধারাবাহিকতায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন শীতবস্ত্র কম্বল বিতরণ করে যাচ্ছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার। এদিকে কম্বল পেয়ে খুশি অসহায় দুঃস্থ মানুষরা।
টিএইচ